২০০ বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

| বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদ—উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মহানগর ও জেলার ২০০ বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ—পরিচালক (স্থানীয় সরকার) ড. মো. বদিউল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু ও মহানগরীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ। বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম। চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. মো. বদিউল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমাদেরকে একটি স্বাধীন—সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। তারা কোন কিছুর পাওয়ার লোভে যুদ্ধে যায়নি। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নসহ আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত—সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। উপহার সামগ্রীর মধ্যে ছিল লুঙ্গি, চাল, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও হলুদের গুঁড়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ ও সাতকানিয়ায় এমপি নজরুলের ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধনৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে