২০০ টাকা জরিমানা গুনে হাজতমুক্ত হলেন কালু

বিদেশি ভ্লগারকে হেনস্তা

| মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

রাজধানীর কারওয়ান বাজারে অস্ট্রেলীয় ভ্লগার লুক ড্যামেন্টকে হেনস্তাকারী আব্দুল কালু ২০০ টাকা জরিমানা দিয়ে মুক্ত হয়েছেন। ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিন গতকাল সোমবার তাকে ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক দিনের কারাদণ্ডের আদেশ দেন। কালু তাৎক্ষণিক অপরাধ স্বীকার করে ২০০ টাকা পরিশোধ করে হাজতখানা থেকে মুক্ত হন বলে জানিয়েছেন মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানার ইনচার্জ জাহিদুল ইসলাম। খবর বিডিনিউজের। সম্প্রতি কারওয়ান বাজার এলাকায় ভ্লগিং (ভিডিও ব্লগিং) করছিলেন লুক ড্যামেন্ট। সেসময় তার সঙ্গে অনেকটাই সাবলীলভাবে ইংরেজিতে কথা বলছিলেন কালু। তারপর রাস্তার পাশে তারা ডিম কেক খান। দোকানিকে ৫০০ টাকার নোট দিয়ে পুরোটা রেখে দিতে বলেন লুক।

কিন্তু কেকের দোকানি ইংরেজি না বোঝায় কালু তাকে বলেন, ৫০০ টাকার মধ্যে ২৫০ টাকা রেখে বাকি বাকিটা তাকে দিয়ে দিতে বলেছেন ওই বিদেশি। পরে ২৫০ টাকা নিয়ে নেন কালু। এরপর কালু ওই অস্ট্রেলীয় নাগরিকের পেছন পেছনে চলতে থাকেন এবং টাকা চাইতে থাকেন। লুক বিরক্তি প্রকাশ করলেও পিছু ছাড়ছিলেন না কালু। বাধ্য হয়ে লুক কিছু টাকা দেন। এরপরও ৫০০ টাকা চাইতে থাকেন কালু। এ ঘটনার দৃশ্য গত বুধবার ফেইসবুকে পোস্ট করা লুকের ট্রাভেল ভিডিওতে ধরা পড়ে। এরপর রোববার গভীর রাতে কারওয়ান বাজার রেলক্রসিং এলাকা থেকে কালুকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে বৈসাবী উৎসব শুরু
পরবর্তী নিবন্ধআলী আকবর শিপিং এজেন্টস এসোর পরিচালক নির্বাচিত