২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ অনুমোদনের ঘোষণা বিএসআরএমের

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম জানিয়েছে যে কোম্পানির পরিচালনা পর্ষদ বিএসআরএম ওয়্যারস লিমিটেডে ২০০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এই বিনিয়োগ শেয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমে সম্পন্ন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে। বিএসআরএম পর্ষদ জানিয়েছে, বিনিয়োগের মাধ্যমে ‘এলআরপিসি’এর মতো উচ্চমানের তারের পণ্য উৎপাদন (এক ধরনের উচ্চ শক্তির ওয়্যার বা স্ট্র্যান্ড, যা প্রিস্ট্রেসড কংক্রিট কাঠামোতে ব্যবহার করা হয়) ইলেকট্রোড, এসিএসআর (এক ধরনের বৈদ্যুতিক পরিবাহী ‘কন্ডাক্টর’ যা অ্যালুমিনিয়াম ও ইস্পাতের সমন্বয়ে তৈরি), কোর ওয়্যার, চেইনলিংক ফেন্সসহ উন্নতমানের ওয়্যার পণ্য উৎপাদনের মাধ্যমে ব্যবসার পরিসর বাড়ানো এবং শেয়ারহোল্ডারদের মুনাফা বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া নতুন উৎপাদন ইউনিট স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে। খবর বাসসের।

বিএসআরএম আরও জানায়, দেশে একটি বৃহৎ ওয়্যার রড পিকিং স্টেশন এবং আধুনিক ফাস্টেনার, বোল্ট ও নাটস উৎপাদনকারী কারখানা স্থাপনের প্রস্তাবও অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া বৈঠকে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকাসহ বিভিন্ন খাতে আরও সমপ্রসারণ করার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ। এজন্য ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১০ নভেম্বর রেকর্ড ডেটের তারিখ নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না : ইসি আনোয়ারুল
পরবর্তী নিবন্ধশিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়াল সরকার