২০টি ব্যাটারি রিকশা জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার, বাকলিয়া, কোতোয়ালি মোড় ও টাইগারপাসে অবৈধ ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সিএমপির ট্রাফিকদক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০টি ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়।

জানা যায়, সড়কে নিরাপত্তা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২ মার্চ থেকে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ২০২৩। এরই অংশ হিসেবে সিএমপির ট্রাফিকদক্ষিণ বিভাগের উদ্যোগে টানা কর্মসূচির একাদশ দিন গতকাল এ অভিযান পরিচালিত হয়।

ডিসি ট্রাফিক (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, অভিযান চলাকালে সড়কে অবৈধভাবে চলাচলরত ২০টি ব্যাটারি রিকশা আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ট্রাফিকদক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রইছ উদ্দিন, টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমাসহ বিএনসিসি ও স্কাউটস দল।

অভিযানের পাশাপাশি ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ এই কার্যক্রম সফল করার লক্ষ্যে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ট্রাফিক সচেতনতা বিষয়ে প্রচারপ্রচারণা চালানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চগড়ে হামলা সরকারের মদদে : ফখরুল
পরবর্তী নিবন্ধপঞ্চগড়ে হামলায় বিএনপি জড়িত : কাদের