কক্সবাজারের রামু থেকে চকরিয়া হয়ে ঢাকাগামী গরু ভর্তি দুটি ট্রাক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে রামু ও চকরিয়া থানা পুলিশের অভিযানে দুই ঘণ্টা পর গরু ভর্তি ট্রাক উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোররাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের রামু চা–বাগান এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। চকরিয়া ও রামুর ব্যবসায়ী আবদু শুক্কুর অভিযোগ করেন, রামুর গর্জনিয়া বাজার থেকে কিনে করে ২০টি বড় সাইজের গরু রামু হয়ে চকরিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এসব গরুর মূল গন্তব্য ছিল ঢাকায়। কিন্তু পথিমধ্যে মহাসড়কের রামু চা–বাগান এলাকায় পৌঁছলে সদলবলে বেশ কয়েকটি গাড়ি নিয়ে এসে ট্রাকের গতিরোধ করে ইয়াবা সম্রাট আবদুর রহিম। তারা চালক–হেলপারকে পিটিয়ে গরু বোঝাই ট্রাক দুটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর পর বিষয়টি চকরিয়া ও রামু থানা পুলিশকে অবহিত করা হয়। এরপর দুই থানা পুলিশ ছিনতাই হওয়া গরু ভর্তি ট্রাক দুটি উদ্ধারে অভিযান শুরু করে সম্ভাব্য স্থানে। পুলিশের ব্যাপক তৎপরতায় ছিনতাইয়ের দুই ঘণ্টা পর গরু ভর্তি ট্রাক দুটি ছেড়ে দিতে বাধ্য হয় দুর্বৃত্তরা। তবে ট্রাক দুটির চালক–হেলপারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইলগুলো ফেরত পাওয়া যায়নি বলে জানা গেছে।
মহাসড়কে ২০টি গরু ভর্তি দুটি ট্রাক ছিনিয়ে নেওয়ার ঘটনা পরবর্তী উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, রামু থানা পুলিশের হস্তক্ষেপে দ্রুততম সময়ে ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধারের পর চকরিয়ার ব্যবসায়ীর কাছে ফেরত দেওয়া হয়েছে।