২য় বিভাগ ক্রিকেট লিগে পিডিবির জয়

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে জিতেছে পিডিবি রিক্রিয়েশন ক্লাব। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ১০ রানে পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠীকে পরাজিত করে। টসে জিতে পাথরঘাটা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আর প্রথমে ব্যাট করে পিডিবি ৪৫.২ ওভার খেলে ১০০ রানে সব উইকেট হারায়। দলের পক্ষে মেহেরাজ আহমেদ মিরাজ ৩২, খোরশেদুল আলম ২৬ এবং ইফতেখার হোসেন ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। পাথরঘাটা দুর্বারের পক্ষে ওমর ফারুক ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান নাজুম আহমেদ,আমির হোসেন এবং শাহিদুল আলম। জবাব দিতে নেমে পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৪০.১ ওভার ব্যাট করে ৯০ রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে আমির হোসেন ২০,সাজ্জাদ খান সায়েম ১৪,সাজিবুর রাহমান ১৭ এবং শাহিদুল আলম ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। পিডিবির দেলোয়ার হোসেন ১২ রানে এবং মেহেরাজ আহমেদ ২০ রানে ৩টি করে উইকেট দখল করেন। মেহেরাজ আলভী ২টি উইকেট পান। আজকের খেলা: ইয়ং স্টার ক্লাব বনাম লিটল ব্রাদার্স।

পূর্ববর্তী নিবন্ধফতেপুর ও ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় সেমিফাইনালে
পরবর্তী নিবন্ধসিএমপি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন