২য় বিভাগ ক্রিকেট লিগে ইয়ং স্টারের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে ইয়ং স্টার ক্লাব বড় জয় পেয়েছে। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৯ উইকেটে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। ইয়ং স্টারের এটি দ্বিতীয় জয়। প্রথম খেলায় তারা ১৬২ রানে চিটাগাং রয়েলকে পরাজিত করেছিল। গতকাল টসে জিতে লিটল ব্রাদার্স প্রথমে ব্যাট করে। কিন্তু ৩২.২ ওভারে মাত্র ৫৮ রানে তারা অল আউট হয়ে যায়। দলের পক্ষে শাহেদুল ইসলাম ১৬ এবং ওয়ালি আফনান ১৩ রান ছাড়া আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে যোগ হয় ১১ রান। ইয়ং স্টার ক্লাবের সুমন মিয়া ১৩ এবং তাইমুল ইসলাম সাজিদ ১৮ রান দিয়ে প্রত্যেকে ৩টি করে উইকেট তুলে নেন। এছাড়া আরফাতুল ইসলাম সাকিব ৪ রান এবং মোসলিম উদ্দিন আকাশ ১ রান দিয়ে প্রত্যেকে ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ইয়ং স্টার ক্লাব ১২.৩ ওভার খেলে ১ উইকেট খুঁইয়ে ৬০ রান তুলে নেয়। ওপেনার তারিফ বিন আলম ৪৪ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। ৪টি চার এবং ৩টি ছক্কা ছিল তার ইনিংসে। অপর ওপেনার মোসলিম উদ্দিন আকাশ ৬ রান করে আউট হয়ে যান। অতিরিক্ত রান হয় ৫টি। লিটল ব্রাদার্সের মো. জাহাঙ্গীর আলম ১টি উইকেট লাভ করেন।

আজকের খেলা: কল্লোল সংঘ গ্রীণ বনাম রাফা ক্রিকেট ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আন্তঃস্কুল ফুটবলে কাটিরহাট ও ফরহাদাবাদ ফাইনালে
পরবর্তী নিবন্ধকাল দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল