২টি ড্রেজার মেশিন ১ স্কেভেটর ৩ ডাম্পার ট্রাক জব্দ

খানখানাবাদে প্রশাসনের অভিযান

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর খানখানাবাদে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যায় এক অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন, ১ স্ক্যাভেটর, ৩ ডাম্পার ট্রাক জব্দ করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, খানখানাবাদে সাঙ্গু নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের জিম্মায় দেওয়া হয়। এরপর সন্ধ্যায় খানখানাবাদ ইউনিয়নের ডোংরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় ১টি স্কেভেটর ও মাটি ভর্তি ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। পরে জব্দকৃত স্ক্যাভেটরটি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য মো. দিদারুল আলমের জিম্মায় দেওয়া হয়।

তিনি আরো বলেন, যেখানে অবৈধভাবে মাটি কাটা ও বালি উত্তোলন করা হবে সেখানে প্রশাসনের উদ্যোগে অভিযান ও জরিমানা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী নানজিবা নাওয়ারের একক চিত্র ও কারুকলা প্রদর্শনী
পরবর্তী নিবন্ধযাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজে শহীদ মিনার উদ্বোধন