চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেনের পরিমাণ ২৫.৫৯ কোটি টাকা। মোট ৮,৩২৯টি লেনদেনের মাধ্যমে মোট ১.১৯ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫৭.৭৭ পয়েন্ট বেড়ে দাড়ায় ১৩,৯৮১.৯০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১১.৫৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১,০০৬.৯০ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ ১২.৭৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৯০০.৪৩ তে। আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৩২৫,৮৫৯.০৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৭৫,০২৫.১৩ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২৬৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টির। প্রেস বিজ্ঞপ্তি।