১ হাজার ২৫৭ কোটি টাকা খেলাপি ঋণ, আদায়ে পদক্ষেপ না নেওয়ায় শোকজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

নগরীর খুলশীর মাহিন এন্টারপ্রাইজের ১ হাজার ২৫৭ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে পদক্ষেপ না নেওয়ায় এবি ব্যাংক কর্তৃপক্ষকে শোকজ করেছে আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মাহিন এন্টারপ্রাইজের এমডি আশিকুর রহমান লস্কর ও অপর দায়িকরা বিপুল পরিমাণ অর্থ পাচার করে কানাডার টরেন্টোতে পলাতক জীবন যাপন করছেন। এমন অবস্থায় তাদের বন্ধককৃত সম্পত্তি নিলামে বিক্রির জন্য আইনগত পদক্ষেপ নিতে ব্যাংকের পক্ষ থেকে তিনবার সময়ের আবেদন করা হয়েছে। ঋণ বিতরণের ক্ষেত্রেও ব্যাংকটি ব্যাংকিং নিয়মকানুন লঙ্ঘন করেছে। শিথিল করা হয় সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিটের বিধান। নির্দেশিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে কোনো উদ্যোগ গ্রহণ না করা সত্ত্বেও বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ কাজে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল জানিয়ে রেজাউল করিম আরো বলেন, ঋণ খেলাপিদের বিরুদ্ধে যথাসময়ে কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণে ব্যর্থতায় খেলাপি ঋণের বড় অংশই এক পর্যায়ে আদায় অযোগ্য হয়ে পড়ে। এই আদায় অযোগ্য খেলাপি ঋণের ভারে বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতের ভিত্তি অত্যন্ত নড়বড়ে হয়ে পড়েছে। যার কারণে আদালত এবি ব্যাংক কর্তৃপক্ষকে শোকজ করেছে। ১ হাজার ২৫৭ কোটি ২ লাখ ১৮ হাজার ৯৭৪ টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য এ বি ব্যাংক আগ্রাবাদ শাখা গত ২৬ মে এই অর্থঋণ জারি মামলা দায়ের করে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশিপ ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধ৫ মাস পর বিচারক পেল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত