১ হাজার লিটার চোলাই মদসহ আটক এক

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে মিনি ট্রাক ভর্তি ১ হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম বাজার এলাকা থেকে মদসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল করিম (৩৫) নামের এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি দ্রুতগ্রামী মিনি ট্রাক জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম বাজার অতিক্রম করার সময় থামার সংকেত দিলে চালকসহ ৫ জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময় ট্রাক চালককে আটক করে ট্রাকটি তল্লাশী করে ১ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত চালককে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

পূর্ববর্তী নিবন্ধওমানে মুজিব শতবর্ষ উদযাপন
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখতে পারে স্কাউটিং