বোয়ালখালীতে মিনি ট্রাক ভর্তি ১ হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম বাজার এলাকা থেকে মদসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল করিম (৩৫) নামের এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি দ্রুতগ্রামী মিনি ট্রাক জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম বাজার অতিক্রম করার সময় থামার সংকেত দিলে চালকসহ ৫ জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময় ট্রাক চালককে আটক করে ট্রাকটি তল্লাশী করে ১ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত চালককে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।










