১ হাজার মিটার জাল জব্দ

মধ্যরাতে হালদায় অভিযান

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৯ মে, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রশাসন গত শুক্রবার গভীর রাতে হালদা নদীতে অভিযান পরিচালনা করে ১ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে। নদীর সত্তারঘাট থেকে আজিমারঘাট পর্যন্ত অভিযানে এসব জাল জব্দ করা হয়।
নদীতে অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন বলেন, বর্তমানে নদীতে মাছের ডিম ছাড়ার মৌসুম চলছে। এই মৌসুমে মা মাছ হালদা নদীর সাথে সংযুক্ত বিভিন্ন খাল ও ছড়া থেকে ডিম ছাড়ার জন্য আসে। এক শ্রেণির লোভী মাছ শিকারী লোভ সামলাতে না পেরে চুরি করে মাছ শিকারে ব্যস্ত থাকে। হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। জোয়ার ভাটার এই নদীকে সরকার মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করে বিশেষ নজরদারির উদ্যোগ গ্রহন করার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। এ কারনে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত নদীর উপর নজরদারি করা হচ্ছে। গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নদীর সত্তারঘাট থেকে আজিমারঘাট পর্যন্ত অভিযান পরিচালনা করে নদীর উল্লেখিত এলাকার বিভিন্ন স্থান থেকে ১ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমায়ের ছুটি
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের পাশে রোটারি ক্লাব কমার্শিয়াল সিটি