১ লাখ ২০ হাজার টাকা জরিমানা, ৬ হাজার ঘনফুট বালু জব্দ

রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে অভিযান

আজাদী ডেস্ক | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। গত শনিবার বিকেলে ও সোমবার রাতে পরিচালিত এ অভিযানে রাঙ্গুনিয়ায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ ২০ হাজার জরিমানা এবং ফটিকছড়িতে প্রায় ৩৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান : উপজেলার সরফভাটা ইউনিয়নের মাওলানা পাড়া এলাকায় কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সেনাবাহিনীর অভিযানে একটি লোডিং ড্রেজার জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে দুটি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেনআওয়াল হোসেন (৩৮) ও আবদুল মান্নান (২০)

সোমবার রাত ১১টার দিকে রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের নিয়মিত টহল দল এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে গিয়ে ড্রেজার জব্দ করে ও বালু তোলার দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, নদীর ওই অংশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তোলার কারণে কর্ণফুলী নদীর তীর ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনীর সহায়তায় অভিযান অব্যাহত থাকবে।

ফটিকছড়ি প্রতিনিধি জানান : উপজেলার হারুয়ালছড়ি খালে অভিযান চালিয়ে প্রায় ৩৬ হাজার ৫০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে হারুয়ালছড়ি ইউনিয়নের বি বি ব্রিকস ফিল্ড সংলগ্ন খালপাড় থেকে এসব বালু জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আলী আশরাফ অভিযান। ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম বলেন, হারুয়ালছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। ঘটনাস্থলে কাউকে না পাওয়া যাওয়ায় মামলা বা জরিমানা হয়নি। তিনি জানান, জব্দকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহাজারী লেইনে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে দিল ছাত্র-জনতা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৪টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার