১ মে বৃহত্তর চট্টগ্রামে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে গাড়ি চলাচল

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঘোষণা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ৫:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংহতি প্রকাশের মাধ্যমে মহান মে দিবস উদযাপন করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছেআগামী ১ মে সড়ক পরিবহন শ্রমিকেরা ছুটি ভোগ করবে এবং ঐদিন বৃহত্তর চট্টগ্রামে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সকল রুটে সকল ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ী চলাচল বন্ধ থাকবে। তবে মে দিবসের সমাবেশে আগত লাল পতাকাবাহী গাড়িকে বাধা না দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানানো হয়।

সকাল ১০টায় স্টেশন রোডস্থ বিআরটিসি বাস টার্মিনাল চত্বরে সড়ক পরিবহন শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। সমাবেশ শেষে বর্ণাঢ্য লাল পতাকার মিছিল চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

গতকাল সকাল ১১টায় ফেডারেশনের ৪৪নং বিআরটিসি মার্কেটস্থ কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বৃহত্তর চট্টগ্রামের ফেডারেশনভুক্ত সকল বেসিক ইউনিয়নের শ্রমিকদের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রেখে যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহামদ, মে দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. আজম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, মো. শফি, শাহ আলম হাওলাদার, হাসান মাহমুদ, আনোয়ার হোসেন, কামাল উদ্দিন, হারুন অর রশিদ, মো. রবিন, কদর আলী মুছা, আলাউদ্দিন ফারুক, সাইফুল ইসলাম শাহীন, কামরুজ্জামান আজিজ, জাকির হোসেন, মো. বাবুল, আবদুর রহিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাথরুমের ঝরনার পাইপে ঝুলছিল গৃহবধূর লাশ
পরবর্তী নিবন্ধনুসরাত অপু ভাবনা জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টার মামলা