দক্ষিণ–পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩ মাস মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন ও মাছের স্বাভাবিক বৃদ্ধির লক্ষে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গতকাল বুধবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, অতিরিক্ত জেলাপ্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, মৎস্য ব্যবসায়ী আব্দুল শুক্কুর, মাহফুজ আলমসহ খাত সংশ্লিষ্টরা।
বৈঠকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি ও হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাস হ্রদে মৎস্য আহরণ, বিপণন, সংরক্ষণ ও পরিবহণের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এসময় নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যসহায়তা (চাল) দেয়া হবে। পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেও জানানো হয়েছে বৈঠকে।