বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর ফয়’স লেকস্থ বধ্যভূমি চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ১ ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযুদ্ধ দিবস ঘোষণার দাবি জানান। সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার এফ এফ আকবর খান, মুক্তিযোদ্ধা পরিবার বর্গের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন চৌধুরী, খুলশী থানা কমান্ডার মো. ইউসুফ, সদরঘাট কমান্ডার মো. জাহাঙ্গীর আলম, পতেঙ্গা থানা কমান্ডার মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মো. নূর উদ্দিন, অঞ্জন কুমার সেন, আবদুল মান্নান খান, আবুল কালাম, রফিকুল ইসলাম মানিক, লিয়াকত হোসেন, প্রশান্ত সিংহ, জাগির আহমদ, আলাউদ্দিন, ছৈয়দ আহমদ, শহীদুল ইসলাম দুলু, ময়নুল হোসেন, মঞ্জু মিয়া, মো. সবুর প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ বলেন, ১৯৭১ সালের পহেলা ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করতে শুরু করে। ফলে বিভিন্ন রণাঙ্গনে পাক বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তারই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। তাই পহেলা ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযুদ্ধ দিবস ঘোষণার দাবি জানাচ্ছি।
সেক্টর কমান্ডারস ফোরাম : জাতীয় মুক্তিযোদ্ধা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে আলোচনা সভা গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা বেদারুল আলম চৌধুরী বেদার, নারীনেত্রী বেগম দিলোয়ারা ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. জাহিদ হোসেন শরীফ। প্রধান আলোচক ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা ভরত চন্দ্র বড়ুয়া, সেলিম চৌধুরী, সাহেদ মুরাদ সাকু, অ্যাড. সাইফুন্নাহার খুশী, চবির সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল, মো. জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মনোয়ার জাহান মনি, নুরুল হুদা চৌধুরী, অ্যাড. কামরুল আজম টিপু, আরিফ মঈনুদ্দীন প্রমুখ। সভায় বক্তারা ১ ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।