১ টাকার আনন্দ বাজার উৎসব

লায়ন্স ক্লাব চিটাগং সেন্ট্রাল ও মেরিডিয়ান গ্রুপের উদ্যোগ

| মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল এবং মেরিডিয়ান গ্রুপের উদ্যোগে নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চল সোনাইমুড়ী উপজেলার কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ‘১ টাকার আনন্দ বাজার’ শীর্ষক বিশেষ খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। যা এলাকার স্কুল শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর খাদ্য সরবরাহের মাধ্যমে তাদের পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হবে।

এই কর্মসূচির আওতায় বিদ্যালয়ের প্রায় ১২০০ জন শিক্ষার্থীকে স্বাস্থ্যকর খাদ্য বিতরণ করা হয়েছে, যাতে ছিল কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং অন্যান্য পুষ্টিকর উপাদানসমৃদ্ধ খাবার। মেরিডিয়ান গ্রুপ এবং লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের উদ্যোগে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে পুষ্টির ঘাটতি দূর করা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করা।

বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি লায়ন এস এম কামাল পাশা বলেন,এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করবে, কারণ সুস্থ ও পুষ্টিকর খাবার তাদের শারীরিক এবং মানসিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা এমন একটি উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও ব্লাড গ্রুপিং, ডায়াবেটিক টেস্ট, ডেঙ্গু সচেতনতা, চাইল্ড ক্যানসার সচেতনতা, হৃদরোগ সচেতনতা, ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সহ স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। খাদ্য বিতরণ ও স্বাস্থ্য সেবা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল।

উপস্থিত ছিলেন লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন জাহানারা বেগম, লায়ন চন্দন দাশ, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন উত্তম কুমার দাশ, লায়ন কামরুজ্জামান, লায়ন হানিফা নাজিব হেনা, লায়ন ফজলুর রহমান অপু, লায়ন কবিতা রানী শর্মা, লিও ক্লাব অফ চিটাগং সেন্ট্রালের সদস্যবৃন্দসহ শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিয়েল এস্টেট সেক্টর বহুমুখী সমস্যা অতিক্রম করছে
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আজিম-হাকিম স্কুল