১ টাকায় রোজার বাজার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

এক কেজি চাল এক টাকা, এক কেজি ছোলা দুই টাকা, এক ডজন ডিম ২ টাকা, ১ লিটার তেল চার টাকা কিংবা একটি মুরগীর দাম ৬ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এত কম দামে এসব পণ্য কিনতে পাওয়ার বিষয়টি শুনতে অবাক লাগলেও বাস্তব। নগরের ২ নম্বর গেইট বিপ্লব উদ্যানে বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিচালিত ‘১ টাকায় রোজার বাজার’এ পণ্য পাওয়া যাচ্ছে। গতকাল সোমবার সকালে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এ বাজারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান ও বিদ্যানন্দের গভর্নিং বডির পরিচালক জামাল উদ্দিন।

ডা. শাহাদাত বলেন, এক টাকায় রোজার বাজারে এসে আমার মনে হচ্ছে শায়েস্তা খাঁর আমল ফিরে এসেছে। অভাবী মানুষজন এখান থেকে ১ টাকা মূল্য পরিশোধ করে হাজার টাকার অধিক পণ্য বাছাই করার স্বাধীনতা পাচ্ছে। এই আইডিয়া অভাবনীয় প্রশংসার দাবি রাখে। বিদ্যানন্দ থেকে দেখে যদি সমাজের অন্যান্য বিত্তবানেরা মানুষের পাশে এগিয়ে আসেন তাহলে এই রমজানে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আমি বিশ্বাস করি। বিদ্যানন্দের গভর্নিং বডির পরিচালক জামাল উদ্দিন বলেন, আজকেই এই বাজারে ৫০০ শতাধিক দরিদ্র পরিবার ১ টাকা দিয়ে কমপক্ষে ১০০০ টাকার নিত্যপণ্য নিয়ে যেতে পারবেন, যা তাদের এই দুঃসময়ে একটি হলেও স্বস্তি নিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস। এদিক এক টাকার বাজারে চালছোলা ডাল তেল ডিমসহ ২১ রকমের পণ্য রয়েছে। যেন এটি একটি পরিপূর্ণ সুপারশপ! নিম্ন আয়ের লোকজন ১ টাকা দিয়ে ২০ টি টোকেন মানি পান যেটি দিয়ে তারা বিভিন্ন কাউন্টারে গিয়ে বাজার করার সুযোগ পান।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ ও নারী হেনস্তার প্রতিবাদে চবি ছাত্রদলের মানববন্ধন
পরবর্তী নিবন্ধ১৫ মার্চ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন