ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সিঙ্গেল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে, চট্টগ্রামের ভাটিয়ারীতে বিজয় এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যুত হলে ঢাকা-চট্রগ্রাম রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারীতে আসার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।