১ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ১২:০৪ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সিঙ্গেল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে, চট্টগ্রামের ভাটিয়ারীতে বিজয় এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যুত হলে ঢাকা-চট্রগ্রাম রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারীতে আসার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ চাই না শান্তিময় বিশ্ব চাই : জাতিসংঘে ভাষণে প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবান্দরবানে দর্শকদের ওপর খেপে ফাইনাল খেলার ট্রফি ভাঙলেন ইউএনও