১ ঘণ্টায় মিলবে করোনার রিপোর্ট

পটিয়ায় জিন এক্সপার্ট মেশিন চালু

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ধারাবাহিকভাবে একটি আধুনিক চিকিৎসা কেন্দ্রে পরিণত করা হবে। এ হাসপাতালের সেবা দক্ষিণ চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিন দ্বারা কোভিড-১৯ পরীক্ষার ল্যাব উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। সংশ্লিষ্টরা জানান, এতদিন পটিয়ায় করোনা পরীক্ষার রিপোর্ট চট্টগ্রাম নগরী থেকে আনতে হত। বর্তমানে হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনে পরীক্ষার ব্যবস্থা হওয়ায় ৮ ঘণ্টায় ৩২ জনের করোনা পরীক্ষা ও ১ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেয়া সম্ভব হবে।
এ সময় পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্য সাচী নাথ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. তানবীর, ডা. জয়দত্ত বড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) দেবাশীষ বড়ুয়া সাজু, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রবিউল হোসেন, পরিসংখ্যানবিদ আহসান হাবিব, সমাজসেবক আবুল বশর প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআবারও একই আচরণ জয়ার
পরবর্তী নিবন্ধএভাবে বাড়ি যাওয়া আত্মঘাতী : স্বাস্থ্যমন্ত্রী