১ কোটি টাকা অনুদান দিলেন ডা. সৈয়দ আবু তাহের

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৮:৩৮ পূর্বাহ্ণ

ইউএসটিসি’র প্যাথলজি বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ডা. সৈয়দ আবু তাহের চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে ১ কোটি টাকা অনুদান প্রদান করেছেন। গত বুধবার সন্ধ্যায় নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে প্রফেসর ডা. সৈয়দ আবু তাহেরের বাসভবনে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করা হয়। কিডনি ফাউন্ডেশনের সহ সভাপতি, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক অনুদানের চেক গ্রহণ করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। ফাউন্ডেশনের পক্ষে এক কোটি টাকার চেক গ্রহণ করে তিনি ডা. সৈয়দ আবু তাহেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কিডনি রোগ একটি ব্যয়বহুল রোগ। সাধারণ মানুষের পক্ষে এর ব্যয় বহন করা কঠিন। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন চট্টগ্রামবাসীর প্রতিষ্ঠান। সকলের দানে ও সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নিতে হবে।’

১ কোটি টাকা অনুদান প্রদানকারী প্রফেসর ডা. সৈয়দ আবু তাহের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, মাত্র সপ্তাহ দুই আগে তাঁর প্রিয়তমা স্ত্রী খালেদা তাহের মৃত্যুবরণ করেছেন। তাঁর স্ত্রীর আত্মার মাগফেরাত কামনায় এবং স্মৃতি রক্ষার্থে তিনি চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে এই অনুদান প্রদান করেছেন এবং খালেদা তাহের মেমোরিয়াল নামে একটি ওয়ার্ড নামকরণ করার প্রস্তাবনা রেখেছেন। তিনি তাঁকে এই সুযোগ করে দেয়ার জন্য চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর প্রয়াত স্ত্রী মরহুমা খালেদা তাহেরের আত্মার মাগফেরাত কামনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, গাজী সালাউদ্দিন, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, ওমর আলী ফায়সাল বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।

ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন, ‘বিপন্ন, অসহায় মানুষের সেবায় এই অনন্য দান, দেশের অন্যান্য সচ্ছল ব্যক্তিবর্গের জন্যে একটি উদাহরণ হয়ে থাকবে। এই প্রসঙ্গে তিনি চট্টগ্রামের পিছিয়ে থাকা কিডনি চিকিৎসার উন্নয়নে এগিয়ে আসতে দেশ এবং বিদেশে থাকা বাংলাদেশিদের প্রতি আবেদন জানান। তিনি চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতাও কামনা করেন।

ডা. সৈয়দ তাহেরের স্বজনদের মধ্যে সাইদা বানু, সানজিদা বানু, শাহিদা বানু, ফরিদা বানু, মুর্শিদা বানু, ওয়াহিদা বানু, জোবায়দা বানু, ফাহামিদা বানু, ইমদাদ হায়দার, ইরফান হায়দার, মোবিন হায়দার, আতিক হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। পারিবারের পক্ষে বক্তব্য রাখেন সৈয়দ রফিকুল আনোয়ার।

কিডনি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার কামালুর রহমান বিশেষ মোনাজাতে প্রফেসর ডা. সৈয়দ তাহের, তাঁর মরহুমা স্ত্রী এবং পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন।

পূর্ববর্তী নিবন্ধকৃষি জমি ভরাট করায় ১ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধ১২০-১২৫ দিনের মধ্যে আগাম আমানের ফলন