১ কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করেছি : খসরু

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৫:৩৫ পূর্বাহ্ণ

বিএনপি দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, আমরা অনেক বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছি। নির্বাচনে যদি জনগণ আমাদের রায় দেন, আমরা শিল্প খাতের হারানো কর্মসংস্থান ফেরানো এবং নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা এক কোটি কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা অলরেডি করে ফেলেছি। গতকাল বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, নির্বাচনের পর বড় আকারে দেশের অর্থনীতিতে পরিবর্তন আসবে। আইনশৃঙ্খলার উন্নতি হবে, স্বাস্থ্য খাতের উন্নতি হবে। একটি নির্বাচিত সরকার না থাকায় জনগণের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়নি। এ কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। শুধু দেশবিদেশের বিনিয়োগকারী নন, সবাই সিদ্ধান্ত স্থগিত রাখছেন; নির্বাচনের অপেক্ষায় আছেন।

এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহসংস্কৃতি বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধস্তন ক্যানসার বিষয়ে নানা আয়োজন, চিকিৎসাসেবা
পরবর্তী নিবন্ধবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, পাহাড়ি এলাকায় ভূমি ধসের শঙ্কা