১ এপ্রিল কৃমি নিয়ন্ত্রণ ও ১৫ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু

সিভিল সার্জন কার্যালয়ে অ্যাডভোকেসি সভা

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:১৭ পূর্বাহ্ণ

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ১-১৪ এপ্রিল উপলক্ষে চট্টগ্রাম জেলা এডভোকেসী সভা গতকাল সোমবার আন্দরকিল্লাস্থ জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ফাইলেরিয়াস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয় এডভোকেসী সভার আয়োজন করেন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য ততা্ববধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরুল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। বক্তব্য রাখেন জেলা প্রশাসনের এক্সিকউটিভ ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম জিয়াউল হায়দার হেনরী, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সাঈদ হাসান ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন। সভায় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, প্রতিনিধি, শিক্ষক, স্যানিটারী পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য কর্মী, মেডিকেল টেকনোলজিষ্ট, ইপিআই কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মী ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়োজিত কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আগামী ১-১৪ এপ্রিল দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে কৃমি নিয়ন্ত্রণ ও ১৫-৩০ এপ্রিল পর্যন্ত দুই সপ্তাহব্যাপী ক্ষুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষাথীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম। জেলার প্রত্যেক উপজেলার ৫-১৬ বছর বয়সী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, বিদ্যালয় বহির্ভূত, ঝড়ে পড়া পথ শিশু, শ্রমজীবি শিশু ও বেদে পরিবারের শিশুসহ সকল শিশুকে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে এক ডোজ কৃমি নাশক ট্যাবলেট ‘মেবেন্ডাজল-৫০০ মি. গ্রাম’ খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে গণমাধ্যমসহ সর্বত্র ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় সরকারের প্রতিনিধিগণের সাথে পরামর্শক্রমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচি সফল করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। সকলের আন্তরিক সহযোগিতায় তৃণমূল পর্যায় থেকে কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়ন করতে পারলে স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে ঈর্ষণীয় সাফল্য আসবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধকাটিরহাটে সৈয়দ আমিনুল হকের ওরশ মাহফিল