১৯ স্থানে মহানগর আ. লীগের অবস্থান কর্মসূচি আজ

অবরোধের প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

বিএনপিজামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ রোববার নগরীর ১৯টি স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের স্বস্ব স্থানে অবস্থান গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

স্পটগুলো হলদারুল ফজল মার্কেট চত্বর, কাটগড় মোড়, সল্টগোলা ক্রসিং মোড়, বাদামতলীর মোড়, নয়া বাজার মোড়, এ কে খান মোড়, সিটি গেট মোড়, অলংকার মোড়, ওয়াসা মোড়, মুরাদপুর মোড়, বহাদ্দারহাট মোড়, কাপ্তাই রাস্তার মাথা মোড়, অক্সিজেন মোড়, আমান বাজার মোড়, মতি টাওয়ার মোড়, বাকলিয়া এক্সেস রোড মোড়, নতুন ব্রিজ মোড়, আন্দরকিল্লা মোড় ও দেওয়ান হাট মোড়।

পূর্ববর্তী নিবন্ধভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন : অলি আহমদ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে স্ট্যান্ডার্ড ব্যাংকের কম্বল প্রদান