আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভা নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী। গতকাল শুক্রবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১৯ দফা নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।
১৯ দফা : এক হাজার আসন বিশিষ্ট পৌর অডিটোরিয়াম (টাউনহল) নির্মাণ, ফিসারি বাঁধ রক্ষা ও সৌন্দর্য বর্ধন, শহরের বাইরে ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, পৌর এলাকায় ওয়াচ টাওয়ার নির্মাণ, ১০টি স্থানে ফ্রি ওয়াইফাই জোন চালু, গরীব ছাত্র-ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা, নিম্ন আয়ের মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প, ইয়ুথ আইটি সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্র চালু, এ্যাম্বুলেন্স সেবা প্রদান, বৃক্ষরোপণ, আশ্রয় কেন্দ্র স্থাপন, ওয়ান স্টেপ অনলাইন কল সেন্টার স্থাপন, এলাকাভিত্তিক নিরাপত্তা গেট নির্মাণ, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে সড়কের নামকরণ ইত্যাদি।
সংবাদ সম্মেলনে আকবর হোসেন চৌধুরী গত মেয়াদে (২০১৬-২০২০) মেয়র হিসেবে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, করোনা ভাইরাস ও পাহাড় ধসের কারণে আমি ৫ বছরের মধ্যে ২ বছর কাজ করতে পারিনি। যেটুকু সময় পেয়েছি ৯নং ওয়ার্ডের অবকাঠামোসহ ব্যাপক উন্নয়ন কাজ করেছি। এবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার করেন তিনি।
এ সময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মো সোলায়মান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মনসুর আলী উপস্থিত ছিলেন।