১৯ জুলাই ঢাকার মহাসমাবেশ সফল করার আহ্বান

বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য জামায়াতের জনশক্তি ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। তিনি বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। দেশ পরিচালনায় জনগণ আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও দেশ প্রেমিক নাগরিককেই নির্বাচিত করবে।

গতকাল বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার বাগমনিরাম ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ উল্লাহ বলেন, জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের দাবিগুলো হলো ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।

চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি ও বাগমনিরাম ওয়ার্ড আমির সা’দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, থানা নায়েবে আমির আব্দুল হান্নান, জামায়াত নেতা মোহাম্মদ আব্দুর রাকিব, আব্দুর রহমান জুয়েল, আমজাদ হোসেন, আকতার হোসেন, আরাফাত হোসেন, নাহিদ মাহমুদ, আব্দুল হালিম, খালেদ হোসাইন প্রমুখ।

১৬ নম্বর ওয়ার্ড এমারতের উদ্যোগে ১৬ জুলাইয়ের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সেক্রেটারি এরশাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার। উপস্থিত ছিলেন ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম, খালেদ জামাল, নুর হোসেন, শাহাদাৎ হোসেন, সাইফুদ্দিন খালেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী খায়ের মঞ্জিল দরবারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পরবর্তী নিবন্ধঅর্থবহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন ও বিচার দৃশ্যমান হতে হবে