নবীন মেলার ব্যবস্থাপনায় আয়োজিত রাফি স্মৃতি উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট আগামী ১৯ ও ২০ আগষ্ট মঙ্গলবার ও বুধবার স্থানীয় সাফা আার্কেড কনভেনশন সেন্টারে শুরু হতে যাচ্ছে। উক্ত টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী টিম ও খেলোয়াড়দের আজ ১৬ আগষ্ট শনিবার বিকাল ৫টার মধ্যে নবীন মেলার রহমতগঞ্জ কার্যালয়ে নাম জমা দিতে অনুরোধ করা হয়েছে।