১৯ আগস্ট খুলছে চবি, ৭ বছর পর হলের আসন বরাদ্দ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৬:২৯ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ১৭ জুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। প্রায় এক মাস পর আগামী ১৯ আগস্ট একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে চবি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত ৫৫২তম জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, আগামী ১৯ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। এছাড়া আবাসিক হলে আসন বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। ১০ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত অনলাইনে হলে আসনের জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। যারা আগে একবার আবেদন করেছে, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। ১৭ আগস্ট আসন বরাদ্দ দেওয়া হবে। হল খুলবে ১৮ আগস্ট। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত ১৭ জুলাই সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বন্ধ হয়ে যায় শাটল ট্রেন। আবাসিক হলগুলোও বন্ধ করে দেওয়া হয়। এর আগে কয়েকবার হল বরাদ্দ দেওয়ার উদ্যােগ নিলেও সফল হয়নি প্রশাসন। ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল হলগুলো। কেবল ছাত্রলীগ করলেই হলে থাকতে পারতো শিক্ষার্থীরা। ছাত্রলীগের বগিভিত্তিক নানা ঝামেলা আর আবদারের কারণেই হলের সিট বন্টনে প্রশাসন সফল হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ছাত্রদের হলগুলোতে সর্বশেষ ২০১৭ সালের জুন মাসে আসন বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর ২০১৯ এবং ২০২২ সালে আসন বরাদ্দের বিজ্ঞপ্তি দিলেও শেষ পর্যন্ত কর্তৃপক্ষের এ উদ্যোগ আর আলোর মুখ দেখেনি।

পূর্ববর্তী নিবন্ধশেখ পরিবারের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন জয়
পরবর্তী নিবন্ধচুয়েট ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি