‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার গান আসছে আজ

| শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ নামের সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৮ আগস্ট। গতকাল বৃহস্পতিবার সিনেমাটির প্রথম গান ‘যাচ্ছো কোথায়’ প্রকাশ পেতে যাচ্ছে। কামরুজ্জামান রনি ও ইশরাত এ্যানীর দ্বৈতকণ্ঠে গাওয়া গানটি লিখেছেন নির্মাতা হৃদি হক নিজেই। সুর ও সংগীত আয়োজনে দেবজ্যোতি মিশ্র। হৃদি হক জানান, ঢাকা, সাভার ও উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও এলাকায় সিনেমার শুটিং হয়। আসছে ১৮ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি। আমরা বেশ যত্ন নিয়ে সিনেমার কাজ শেষ করেছি। এখন দর্শকের সামনে নিয়ে আসার অপেক্ষা।

১৯৭১ সেই সব দিন’ সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। অন্যদিকে অভিনেতা লিটু আনাম অভিনয়ের পাশাপাশি শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ১৭ বছরের বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা
পরবর্তী নিবন্ধআফজাল হোসেনের উপহার পেয়ে আপ্লুত রওনক