১৯৪৯ সনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে মুসলিম লীগ

| রবিবার , ১১ মে, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

মুসলিম লীগের ঘর ভেঙেই আওয়ামী লীগ, তৈরি হয়েছে। দল ভেঙে বেরিয়ে যাওয়া আওয়ামী লীগকে ১৯৪৯ সন থেকেই ত্যাজ্য পুত্রের মত নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে মুসলিম লীগ। গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের দশম জাতীয় কাউন্সিল অধিবেশনে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. মহসীন রশিদ এ কথা বলেন। খবর বাসসের।

তিনি সারাদেশ থেকে অধিবেশনে অংশ নেয়া ৫শতাধিক কাউন্সিলরদের উদ্দেশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মতামত চাইলে উপস্থিত নেতা কর্মীরা দুই হাত তুলে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মত দেন।

কাউন্সিলরদের কণ্ঠভোটে মহসীন রশিদকে সভাপতি ও টানা চতুর্থ বারের মত কাজী আবুল খায়ের দলের মহাসচিব নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসমাবর্তন ঘিরে উৎসবের আমেজ