১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড সমাজ কমিটি গঠন উপলক্ষে সর্দার বাড়ি প্রাঙ্গণে সমাজকর্মী মোঃ হারুন ও কামাল রশিদের সঞ্চালনায় সর্দার জামাল উদ্দিনের সভাপতিত্বে বুধবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, নতুন মসজিদ কমিটির সভাপতি হাজী নবাব খান, আক্কাস আলী, হাজী দিদারুল হক কাজেমী, হাজী নাজমুল হক নাজু, হাজী শাহ আলম সওদাগর, বেলোয়ার খান জামে মসজিদ মোতয়াল্লী, আবদুল আজিজ খান, হাজী আবুল মিয়া, এডভোকেট সোহেল লুৎফুল হাসনাত, মোঃ আইয়ুব, হাজী মোঃ ইছা, আবদুর রাজ্জাক, ওহাব আলী, হাজী সোলেমান, মোঃ শাহাজাহান, মোঃ নাছের, জাকির হোসেন খোকন, মামুনুর রশীদ, মোঃ আলমগীর, মোঃ হাসান আলী, মোঃ হোসেন টিটু এবং যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন হাজী মহিউদ্দিন, নাজিম উদ্দিন রাসু, আবুল কাশেম, নেজাম উদ্দিন, হাবিবুল্লা, বাপ্পী, আনোয়ার হোসেন টুটুল, জামাল উদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন মাহিদ, মাহফুজ, আশফাক, তাইমুর, আবিদ, সাজিদ, সামির, শিহাব। প্রেস বিজ্ঞপ্তি।