১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট শুরু শনিবার

| বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৭ অপরাহ্ণ

১৯তম চট্টগ্রাম জেলা রোভার ২০-২৪ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম ও আশপাশের জেলার ৯ শতাধিক রোভার স্কাউটস সদস্য, শতাধিক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ প্রায় সহস্রাধিক মানুষের মিলনমেলা বসবে।

এবার মুটের থিম নির্ধারণ করা হয়েছে- ‘দক্ষতার দীক্ষা নিয়ে, রোভার চলে নির্ভয়ে।’

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম কলেজের রেড বিল্ডিংয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুট চিফ প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী।

তিনি জানান, রোভার মুট মূলত রোভার স্কাউটদের মিলন মেলা। এ মিলন মেলায় কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার রোভার স্কাউটস ও গার্ল-ইন রোভার সদস্যরা একে অপরের সাথে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করবে। রোভার স্কাউটরা প্রকৃতির সান্নিধ্যে থেকে নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা গ্রহণ করবে। এটি তারুণ্যের শক্তি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের এক বিশাল মিলনমেলা।

তিনি বলেন, স্কাউটিংয়ের মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর ও যুবাদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিভিত্তিক এবং সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। স্কাউট কার্যক্রমের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো হাতে কলমে শেখা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা জীবন-দক্ষতা-ভিত্তিক কার্যক্রম আনন্দ চিত্তে শেখার সুযোগ পায়। শিশু, কিশোর ও যুব বয়সী ছেলে মেয়েদের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম হিসেবে স্কাউটিং বিশ্বব্যাপি সর্বজন স্বীকৃত একটি শিক্ষামূলক আন্দোলন।

আজকের তরুণ প্রজন্ম প্রযুক্তি নির্ভর জীবনে অভ্যন্ত কিন্তু বাস্তব জীবন যাপনের জন্য প্রয়োজন মানসিক দৃঢ়তা, সহনশীলতা ও মানবিক সংযোগ, যা কেবল ভার্চুয়াল জগত দিয়ে অর্জন সম্ভব নয়। রোভার মুটে অবস্থানকালে তরুণ-তরুণীরা বিরূপ পরিবেশ ও সীমিত সম্পদের মধ্যেও টিকে থাকার কৌশল আয়ত্ত করে, দলগত সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা অর্জন করবে এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে ওঠে বৃহত্তর কল্যাণে কাজ করার মানসিকতা অর্জন করে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি জানান, রোভার মুটে সকল কার্যক্রম সাব-ক্যাম্প ভিত্তিক অনুষ্ঠিত হবে। চারটি সাব-ক্যাম্পে নিম্নোক্ত ১৫ টি টার্গেটের মাধ্যমে মুট প্রোগ্রামকে সাজানো হয়েছে। সেগুলো হচ্ছে -সানরাইজ স্ট্রাইডসক্যাম্প, ক্রাফট অ্যান্ড কেয়ার, ইয়ুথ ভয়েস, এ্যাক্সপ্লোরার্স ট্রেইল, ফান ফেস্ট, সার্ভাইভার স্কিল সামিট, ক্যারিয়ার কম্পাস, ডিজাস্টার অ্যান্ড রেসকিউ, স্পিরিচুয়াল নাইট, ফ্লেমস অফ ফেস্টিভিটি, নবান্ন উৎসব, তথ্য চিত্রে গণঅভ্যুত্থান, ইনোভেটর্স অ্যারিনা, স্ট্রং স্টেপস ও হিউম্যানিটি মার্চ। থাকবে কাওয়ালি, পুঁথিপাঠ, কবিগান ও গণ-জাগরণী সন্ধ্যা, উডব্যাজ রি-ইউনিয়ন ও লিডার্স নাইট, টপ অ্যাচিভার্স (পিআরএস, পিএস, শাপলা কাব), সিনিয়র রোভার মেট, প্রাক্তন রোভার রি-ইউনিয়ন ও ভলান্টিয়ার্স নাইট।

মূল বক্তব্য উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট-২০২৫ এর মুট চিফ প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার রোভারের নির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ নঈম উদ্দীন হাসান তিবরিজী, কোষাধ্যক্ষ মোঃ খালেদুর রহমান, সহকারী কমিশনার এস এম আফজর রহমান, রাশেদা আকতার, সম্পাদক এ জেড এম বোরহান উদ্দিন, মুট স্মরণিকা ও মিডিয়া কমিটির সদস্য আরিচ আহমেদ শাহ ও মোরশেদ তালুকদার, জেলা রোভার স্কাউট লিডার মোঃ ওমর ফারুক, রোভার স্কাউট লিডার প্রতিনিধি ফরিদুল আলম ও সদস্য মু. মুজাহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধমাটি কাটার গর্তে জমা পানিতে ডুবে চকরিয়ায় দুই শিশুকন্যার মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে গ্যাস দুর্ঘটনা প্রতিরোধে কেজিডিসিএলের ক্রাশ প্রোগ্রাম