ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ লাখ ৮১ হাজার ৩০৭ টাকা বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স, পরিচ্ছন্ন ও আলোকায়ন রেইট) ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যার মধ্যে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩২ টাকা পৌরকর এবং এক লাখ ৩২ হাজার ৩৭৫ টাকা ট্রেড লাইসেন্স ফি।
গতকাল রাজস্ব সার্কেল-৭ ও ৮ এর আওতাধীন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। সার্কেল-৭ এর অভিযানে উপস্থিত ছিলেন কর কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী, পেশকার জয়নাল আবেদীন, উপ-কর কর্মকর্তা দিদারুল আলম, শীতল দত্ত, মোহাম্মদ হাসান, কর আদায়কারী মীর মোহাম্মদ এসপাকুল ইসলাম, হোসেন আওরঙ্গজেব শিবলু, মোসলেম উদ্দীন, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ কায়েস, লিটন বড়ুয়া, সুজন শীল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে সার্কেল-৭ এর আওতাধীন উত্তর আগ্রাবাদ ও রামপুর এলাকা থেকে ১৩ লাখ ৭৬ হাজার ৫৮৮ টাকা বকেয়া পৌরকর ও ৭২ হাজার ৫১৫ টাকা বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়। সার্কেল ৮ এর আওতাধীন দক্ষিণ হালিশহর এলাকা থেকে তিন লাখ ৭২ হাজার ৩৪৪ টাকা বকেয়া পৌরকর ও ৫৯ হাজার ৮৬০ টাকা ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়। একই অভিযানে ট্রেড লাইসেন্স ফি ছাড়া ব্যবসা করায় ছয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।