১৮ মার্চ মুক্তি পাবে চঞ্চল-শুভর ‘কন্ট্রাক্ট’

| শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

ক্যারিয়ারে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন ‘আয়নাবাজি’ তারকা চঞ্চল চৌধুরী এবং ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আরিফিন শুভ।
তাও একটি ওয়েব সিরিজে। নাম ‘কন্ট্রাক্ট’। রাজনৈতিক-রোমাঞ্চভিত্তিক এই সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবালে মুক্তি পেতে চলেছে আগামী ১৮ মার্চ।
ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়দ। সহকারী পরিচালক হিসেবে ছিলেন পার্থ সরকার। এটি জিফাইভের তৃতীয় অরিজিনাল। সিরিজটি বাংলাদেশি দর্শকরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় উন্মোচন করা হয় ওয়েব সিরিজটির অফিসিয়াল পোস্টার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায় জি ফাইভ।
চঞ্চল-শুভ ছাড়াও এর অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রাফিয়াত রশিদ মিথিলা ও তারিক আনাম খান।

পূর্ববর্তী নিবন্ধআবারও ফ্ল্যাট কিনছেন আমির
পরবর্তী নিবন্ধনেটিজেনদের হতাশ করেছে দিঘীর সিনেমার ট্রেইলার