ঢাকার মতিঝিল এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলাম নামে এক আবাসন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। তার বিরুদ্ধে ১৮টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে আত্মগোপনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।
পুলিশ জানায়, নগরীতে ‘চৌধুরী রিয়েল এস্টেট’ নামে একটি প্রতিষ্ঠান চালু করে এক দশক আগে আবাসন ব্যবসায়ী হিসেবে সম্যক পরিচিতি পান নজরুল ইসলাম চৌধুরী। শুরু করেন প্লট–ফ্ল্যাট বিক্রির ব্যবসা। তবে শুরু থেকেই এই কোম্পানির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ ওঠে।
ওসি সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে আবাসিক এলাকা গড়ে তোলার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নজরুল ইসলাম। বিশেষ করে প্রবাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে তিনি প্রতারণা করেন। অধিকাংশ গ্রাহককেই তিনি প্লট–ফ্ল্যাট হস্তান্তর না করে টাকা আত্মসাত করেন বলে অভিযোগ আছে।
ওসি জানান, নজরুলের বিরুদ্ধে ১৮টি মামলা আছে। এর মধ্যে তিনটি মামলায় মোট ২২ লাখ টাকা অর্থদণ্ড হয়েছে। আরও ১৫টি মামলা আদালতে চলমান আছে। পলাতক থাকায় ১৮ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।