১৮ ব্যবসায়ীকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

চসিকের ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল বুধবার নগরীর বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এদিন পৃথক অভিযানে ১৮ ব্যবসায়ীকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
সূত্র জানায়, সাগরিকা রোডে ফুটপাত ও নালা দখল করে লোহার মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১২ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ লক্ষ ২০ হাজার জরিমানা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অভিযানে এসব মালামাল অপসারণ করে ফুটপাত ও নালা অবৈধ দখলমুক্ত করা হয়। একই অভিযানে আবদুল আলী হাট বাজারে নিত্যপণ্যের বাজার দর তদারকি ও মূল্য তালিকা যাচাই করা হয় এবং বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
এদিকে অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরীর চকবাজার কাঁচা বাজারে নিত্যপণ্যের বাজার দর তদারকি ও মূল্য তালিকা যাচাই করা হয়। এই সময় দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে ৪ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এছাড়া বাদুরতলা এলাকায় ফুটপাতের উপর নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মুনতাসির লিভিং লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই আদালত কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মোকদ্দমায় লালখান বাজার মোড়ের বিরানী এঙপ্রেস এর মালিককে ১২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ১,২৬৫ কার্টন বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধবেজোসকে টপকে বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক