টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ২০০ রান প্রায়শই হচ্ছে। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ড ২০০ রান করেছিল চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর সেখানে ১৭০ কিংবা ১৮০ রানতো কোন বিষয়ই না। কিন্তু বাংলাদেশ সেদিক থেকে বেশ পিছিয়ে। তবে এবার আর পিছিয়ে থাকতে চাননা বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর দেড়শ রানের আশেপাশেই আটকে থাকতে চায় না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই ১৮০ রানের লক্ষ্য তাক করেছেন সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪৪ রান করেও জয় পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটা সম্ভব হবেনা। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮০-১৯০ রান লাগতে পারে বলে মনে করেন সাকিব। গতকাল সংবাদ সম্মেলনে সাকিব জানান দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে ১৮০ এর বেশি রান করতে হবে।
সাকিব বলেন আমি ব্যক্তিগত পারফরম্যান্স বা পরিসংখ্যানের দিকে গুরুত্ব দিতে চাই না। নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা ১৪৪ রান করে সেটা ডিফেন্ড করতে পেরেছি। হয়তো সে রান হোবার্টের পিচের জন্য যথেষ্ট ছিল। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে সিডনিতে হয়তো ১৮০ করতে হবে। পুরো দল মিলে আমরা কীভাবে ১৮০-১৯০ করতে পারি কিংবা এমনও হতে পারে ১৩০ রানের পিচও হতে পারে। সেটা আমরা যেন করতে পারি। ওপেনার, মিডল অর্ডার নাকি লোয়ার অর্ডার সেটা বড় কথা নয়। ১১ জনের যে কেউ যদি করতে পারে তাহলে আমি সেটাতেই খুশি থাকব। আমাদের চিন্তাভাবনাও এমন যে আমরা কীভাবে দলগতভাবে দলকে এগিয়ে নিতে পারি। গত কয়েক ম্যাচে বাংলাদেশের বোলিং ও ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট সাকিব। এছাড়া ব্যাটিংয়েও ধীরে ধীরে স্বস্তি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তবে সব ক্ষেত্রেই আগের চেয়ে ভালো করার তাগিদ দিয়েছেন তিনি। সাকিব বলেন আমরা সবাই যা যা করেছি তার থেকে যেন প্রতি ম্যাচে ৫-১০ শতাংশ বেশি উন্নতি করতে পারি। কারণ এখনও আমাদের অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা আরও বেশি নিখুঁত হতে পারি। আমার কাছে মনে হয় যে আমরা ফিল্ডিংটা খুবই ভালো করছি। আমাদের ফাস্ট বোলিংটা খুবই ভালো আছে। ব্যাটিংটাও আস্তে আস্তে ড্রেসিংরুমে একটু স্বস্তি দিতে শুরু করেছে। এগুলো আমাদেরকে সাহায্য করবে আরও বেশি ভালো খেলার জন্য। সব ডিপার্টমেন্টেই আমরা যদি ৫-১০ শতাংশ করে উন্নতি করতে পারি, আমার কাছে মনে হয় যে খুব ভালো আরও একটি ম্যাচ খেলতে পারব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।