১৭ সেপ্টেম্বর চট্টগ্রামে মাঠে নামছে তামিম

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৫ পূর্বাহ্ণ

এশিয়া কাপে নেই তামিম ইকবাল। সেটা সবারই জানা। ইনজুরির চিকিৎসা চলছে তামিমের। এশিয়া্‌ কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার লক্ষ্য ঠিক করেছিলেন তামিম। তবে এখন হয়তো তার আগেই মাঠে নামতে পারেন তামিম। যদিও এরই মধ্যে তামিম অনুশীলন শুরু করেছেন। তবে আগামী ১৭ সেপ্টেম্বর একটি ম্যাচ খেলতে নামবেন চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। সেটি অবশ্য কোন প্রতিযোগিতামুলক ম্যাচ না। এটি একটি প্রস্তুতি ম্যাচ। আর ম্যাচটি ২০ ওভারের। চট্টগ্রামে বেশ কিছুদিন ধরে অনুশীলন করছে বাংলা টাইগার্স দল। সে দলটির সাথে এইচপি দলের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে একটি ৫০ ওভারের আর পাঁচটি ২০ ওভারের। আগামীকাল ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে একমাত্র ৫০ ওভারের ম্যাচটি। এরপর অনুষ্টিত হবে পাঁচটি ২০ ওভারের ম্যাচ। আগামী ১৭ সেপ্টেম্বর একটি ২০ ওভারের ম্যাচে মাঠে নামবেন তামিম। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন তামিম এখন পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছে। সে কতটা ম্যাচ খেলার মত অবস্থায় এসেছে সেটা পরখ করতেই আগামী ১৭ সেপ্টেম্বর একটি টিটোয়েন্টি ম্যাচ খেলাতে চাইছেন তারা।

সামনে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ। বিশ্বকাপে মাঠে নামার আগে কাউকে পরখ করে দেখার শেষ সুযোগও এটি। এই সিরিজে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারের বিশ্রামের কথা শোনা গিয়েছিল আগেই। আর এই নিউজিল্যান্ড সিরিজ দিয়েই ফিরতে চাইছেন পিঠের ইনজুরির কারনে এশিয়া কারে দলে না থাকা তামিম ইকবাল। এর বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকতরাও সুযোগ পেতে পারেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। তবে এ সিরিজের আগেই প্রস্তুতির সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। চট্টগ্রামের এই প্রস্তুতিমুলক সিরিজের পাঁচটি টিটোয়েন্টি ম্যাচ রাখার অন্যতম কারন হচ্ছে এশিয়ান গেমসের জন্য দল গঠন করা। চীনের গুয়ানজুতে বসছে এবারের এশিয়ান গেমসের আসর।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন আমরা তামিমকে মাঠে নামাতে চাই। তবে সেটা নির্ভর করবে তিনি কি রকম অনুভব করছে তার উপর। কারন কতটা প্রস্তুত তিনি। তাই আমরা তাকে আপাতত একটি টিটোয়েন্টি ম্যাচ দিয়ে পরখ করে নিতে চাইছি। পিঠের ইনজুরিতে দীর্ঘদিন ধরেই ভুগছেন তামিম। গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেই ছিল তার শেষ ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন আকরাম খান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার