১৭ মাসে সর্বনিম্ন মৃত্যু

শনাক্ত দেড় বছরের মধ্যে সবচেয়ে কম

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৫:২২ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসের প্রকোপ কমে আসার ধারায় সংক্রমণ ও মৃত্যু নেমে এসেছে গত বছরের এপ্রিল-মে মাসের পর্যায়ে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২৩২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৪ জনের। এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত ১৭ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত বছরের ৬ মে ৩ জনের মৃত্যু হয়েছিল। আর এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ গত বছরের ১৪ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। সেদিন ২০৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। বৃহস্পতিবার ২৪৩ জনের সংক্রমণ ধরা পড়ে। মৃত্যু হয়েছিল ১০ জনের। সে হিসেবে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ও মৃত্যু দুটোই আরও কমেছে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনে। মহামাররি শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০৫ জনের। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৫৬৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৩০ হাজার ৬৪৬ জন সুস্থ হয়ে উঠলেন। গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১২১ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের দুই তৃতীয়াংশের বেশি। আর ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন, বাকি পাঁচ বিভাগে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৭ হাজার ১০০টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১ লাখ ৮৮ হাজার ৬২৩টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৩৬ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৫০ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি এবং ৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছিল। তাদের দুজন ছিলেন পুরুষ, আর দুজন নারী। চারজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৯ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৫ লাখের বেশি রোগী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত তিনজন মৃত্যু ১
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনা প্রতি বছর ক্ষতি ৪০ হাজার কোটি!