পৃথক দুটি অভিযানে নগরে ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি র্কপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।
গতকাল সোমবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। চসিক সূত্রে জানা গেছে, মারুফা বেগম নেলীর আদালত পাহাড়তলী থানা এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে পুরাতন লোহা ও মেশিনারি সামগ্রী রেখে ব্যবসা পরিচালনা করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু করে। এছাড়া তাদের ২৭ হাজার টাকা জরিমানাও করা হয়।এদিকে মনীষা মহাজনের আদালত বাকলিয়া থানার শাহ্ আমানত সেতু সংযোগ সড়কের রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী এবং দোকানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃৃষ্টির দায়ে সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে। তাদের ১৭ হাজার টাকা জরিমানাও করা হয়। একই আদালত চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের কৃত মামলায় চার জনকে ১৪ হাজার টাকা জরিমানা করে।












