১৭ বছর বয়সে নেতৃত্ব দিয়ে ক্রিকেটে ইতিহাস

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:৩২ পূর্বাহ্ণ

১৮ বছর পূর্ণ হতে এখনও প্রায় দুই মাস বাকি। তার আগেই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়ে গেল জাক ভুকুসিচের। ক্রোয়েশিয়ার এই অলরাউন্ডারের নামও উঠে গেল ইতিহাসের পাতায়। সাইপ্রাসের বিপক্ষে টিটোয়েন্টি দিয়ে এদিন ক্রোয়েশিয়ার হয়ে ভুকুসিচের অধিনায়কত্বের অভিষেক হয় ১৭ বছর ৩১১ দিন বয়সে। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের ১৮ বছরের কম বয়সী প্রথম অধিনায়ক তিনিই। ভুকুসিচের আগে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটা ছিল ফ্রান্সের নোমান আমজাদের। ২০২২ সালের জুয়াইয়ে চেক রিপাবলিকের বিপক্ষে তার নেতৃত্বের অভিষেক হয়েছিল ১৮ বছর ২৪ দিন বয়সে। ছেলেদের ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার দুটি রেকর্ডই আফগানিস্তানের রাশিদ খানের। ২০১৮ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অধিনায়কত্ব করেন তিনি ১৯ বছর ১৬৫ দিন বয়সে। পরের বছর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট অধিনায়কত্বের অভিষেক হয় ২০ বছর ৩৫০ দিন বয়সে। ভুকুসিচের রেকর্ড গড়ার দিনে সাইপ্রাসের বিপক্ষে দুটি ম্যাচ খেলে দুটিই হারে ক্রোয়েশিয়া। নেতৃত্বের অভিষেকে বল হাতে ৪১ রানে একটি উইকেট নেওয়ার পর ৩২ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধভুটানের ক্লাবে এবার খেলতে গেলেন রিপা
পরবর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন