নগরীর পাহাড়তলী থানার মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. আব্দুর রাজ্জাক। তিনি হাটহাজারীর গড়দুয়ারা এলাকার মৃত কবির আহমদের ছেলে। গত মঙ্গলবার বিকালে হাটহাজারীর পূর্ব মেখল বাদামতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন আজাদীকে বলেন, ২০০৮ সালে পাহাড়তলী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার আসামি মো. আব্দুর রাজ্জাক। উক্ত মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কিন্তু পলাতক ছিলেন তিনি। গত মঙ্গলবার মেখল বাদামতল এলাকার তার অবস্থান সম্পর্কে জানতে পেরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে হাটহাজারী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।