১৭ বছর পর বাড়ি ফিরলেন সন্তানহারা বাবা

মহেশখালীর শহীদ তানভীরের বাড়ি পরিদর্শনে জেলা ও উপজেলা প্রশাসন

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রামের আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের ছাত্র মহেশখালীর শহীদ তানভীরের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ শাহীন ইমরান। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকার সন্তান চট্টগ্রামে আন্দোলনে নিহত ছাত্র তানভীরের পরিবারকে দেখতে গিয়ে আর্থিক অনুদান প্রদান শেষে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুর রহমান, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) তাজবীর হোসাইন, অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দীন আহমদ, সাংবাদিক হোবাইবসহ কোটা সংস্কার আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ। নিহত তানভীর ছিদ্দিকীর পিতা কৃষক বাদশাহ মিয়ার হাতে নগদ অর্থ তুলে দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পূর্বে তানভীরের পিতাসহ পুরো একটি গোষ্ঠীর লোকজন স্থানীয় কোন্দলের শিকার হয়ে বাড়িঘর ছাড়া হয়ে এলাকা ত্যাগ করেছিলেন। সম্প্রতি দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলে দীর্ঘ ১৭ বছর পর শহীদ তানভিরের পিতাসহ প্রায় দুই শতাধিক লোকজন এলাকায় ফিরে আসেন। তারা নিজ বাড়িঘরে যেন শান্তিতে বসবাস করতে পারেন সেজন্য জেলা প্রশাসকের নিকট প্রশাসনিক সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে জাহাজ জট স্বাভাবিক কার্যক্রম ব্যাহত
পরবর্তী নিবন্ধইতিহাস বড় নির্মম, ক্ষমতা চিরস্থায়ী নয় : শেখ হাসিনাকে ইঙ্গিত করে মির্জা ফখরুল