১৭ বছরে ভোটার হওয়াকে জামায়াত আমিরের সমর্থন

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৯:১৯ পূর্বাহ্ণ

দেশে ১৭ বছরে ভোটার করার জন্য প্রধান উপদেষ্টা যে মতামত দিয়েছেন তাতে সমর্থন দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ মতামতের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, রাস্তায় নেমে এই ছেলেরাই তো স্বাধীনতা এনে দিয়েছে। তারা বুক পেতে দিয়ে বলেছে, ‘বুকের ভিতর ঝড়, বুক পেতেছি গুলি কর’। আপনি আমি যেটা পারিনি, সেই অসাধ্য কাজটি তিনি করেছেন আল্লাহর সাহায্য নিয়ে। জামায়াতে ইসলামীর আমির প্রশ্ন রাখেন, যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে, আমরা দেশবাসী দেশের স্বার্থে তাদের হাতে একটি ভোটের অধিকার তুলে দিতে পারি না? গতকাল সোমবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বিডিনিউজের।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ২৭ ডিসেম্বর ‘জাতীয় সংলাপ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ বছর বয়সে ভোটার হওয়ার মতামত দেন। এর মধ্যেই জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ১৭ বছরে ভোটার হওয়ার বিষয়টিকে সমর্থন জানালেন। এদিন তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না। জামায়াতের ১১ শীর্ষ নেতাকে বিগত সরকার বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে। ১১ জনের একজনও বাংলাদেশ থেকে পালাবার চেষ্টা করেননি।

পূর্ববর্তী নিবন্ধআরামিট পিএলসির ২০% নগদ লভ্যাংশ ঘোষণা
পরবর্তী নিবন্ধসহজ জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের