সমৃদ্ধ পথচলার ১৭ বছরে পদার্পণ করেছে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় সুহৃদ সম্মিলন ও আনন্দ আড্ডা। সন্ধ্যা ৬টায় সংগঠনের সভাপতি ভাগ্যধন বড়ুয়ার স্বাগত কথামালার মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। এসময় ‘তারুণ্যের উচ্ছ্বাস’ সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এর সমৃদ্ধ অতীতের কথা উল্লেখ করে এবং আগামী দিনগুলোর জন্যে শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক হোসাইন কবির, কবি কামরুল হাসান বাদল, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, নাট্যজন মোসলেম উদ্দিন শিকদার, নৃত্যশিল্পী মানসী দাশ তালুকদার, ডিজাইনার রওশন আরা বেগম, সংগঠক আবদুল হালিম দোভাষ, দেলোয়ার মজুমদার, মাসুদ বকুল, সাবের শাহ, সুমন দেবনাথ, নাট্যজন শুভ্রা বিশ্বাস, সংগীতশিল্পী কাবেরী সেনগুপ্তা, দীপেন চৌধুরী, কান্তা দে, মুক্তিযোদ্ধা শাহ আলম নিপু, দেওয়ান মাকসুদ, ছড়াকার আফম মোদাচ্ছের আলী, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, প্রণব চৌধুরী, বনকুসুম বড়ুয়া, শাহাদাত হোসেন, কবি অরুন শীল, নিশাত হাসিনা শিরিন, আলী প্রয়াস, আনোয়ারুল ইসলাম বাপ্পী, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, মেরাজ শফি তাহসিন, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, শাহদাত হোসেন, বনকুসুম বড়ুয়া, উম্মে সালমা নিঝুম, আব্দুল্লাহ ফারুক রবি প্রমুখ।