১৭ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

সাইনবোর্ড বাংলায় না লেখা, ফুটপাত দখল করে ব্যবসা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:২৭ অপরাহ্ণ

সাইনবোর্ডে বাংলা না লেখায় এবং ফুটপাত দখল করে ব্যবসা করায় নগরীর ১৭ প্রতিষ্ঠান ও দোকানদারকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি) পরিচালিত পৃথক দু’টি অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে চসিক-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে সাইনবোর্ডে বাংলা না থাকায় ৯ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পোর্ট কানেকটিং রোড ও বায়েজিদ বোস্তামী রোডের ‘বে লিফ রেস্টুরেন্ট’, ‘রিগ্যাল এম্পোরিয়াম’, ‘জেন্টল পার্ক’ ও ‘এপেক্স শো-রুমকে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা, ‘ভাইব্রেন্ট’ ও ‘ব্লু মুন’কে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা এবং ‘কে বেকারি’, ‘হোলো ল্যান্ড’ ও ‘বাটা শো-রুম’কে দুই হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

চসিক-এর স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে বায়েজিদ বোস্তামী রোডে ফুটপাত দখল করে ব্যবসা করায় সাত দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধডাক কর্মকর্তার নামে স্ট্যাটাস দেয়ায় জিপিওর গাড়িচালকের বিরুদ্ধে চার্জ গঠন
পরবর্তী নিবন্ধমুনিয়া হত্যা মামলা : শারুনের সাবেক স্ত্রী মিম গ্রেপ্তার