১৭ দিনে রেমিটেন্স এসেছে ১১৯ কোটি ডলার

| সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:০৩ পূর্বাহ্ণ

কয়েক মাস নেতিবাচক ধারায় থেকে গত অক্টোবরে ইতিবাচক ধারায় ফেরা রেমিটেন্স নভেম্বরের প্রথম দুই সপ্তাহেও তা ধরে রেখেছে। চলতি নভেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে মোট রেমিটেন্স পাঠিয়েছেন ১১৮ কোটি ৭৭ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যের হিসাবে গড়ে প্রতিদিন এসেছে ৬ কোটি ৯৮ লাখ ডলার। আগের মাস অক্টোবরে প্রতিদিন গড়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬ কোটি ৩৭ লাখ ডলার, মাস শেষে প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ৩০ শতাংশ।

গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা যায়, গত অক্টোবরে দৈনিক গড়ে যে পরিমাণ রেমিটেন্স এসেছে সে তুলনায় নভেম্বরের এ পর্যন্ত দৈনিক গড়ে ৬১ লাখ ডলার বেশি আসছে ব্যাংকিং চ্যানেলে। এর আগে ২০২২ সালের নভেম্বরে রেমিটেন্স এসেছিল ১৫৯ কোটি ৫১ লাখ ডলার, দৈনিক রেমিটেন্স প্রবাহের হার ছিল ৫ কোটি ৩১ লাখ ডলার। সে হিসাবে ওই বছরের একই সময়ে চেয়ে এখন দৈনিক গড়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। খোলাবাজারে ডলারের দর বেড়ে যাওয়ায় গত কয়েক মাস ধরে রেমিটেন্স কমে যায়। অনেকেই ব্যাংকের বাইরের বেশি দরের সুবিধা নিতে ব্যাংকিং চ্যানেলের বদলে হুন্ডিতে অর্থ পাঠিয়েছেন বলে অনেকের ধারণা।

পূর্ববর্তী নিবন্ধ১২৫০০ টাকা মজুরি ‘গ্রহণযোগ্য’: গার্মেন্ট শ্রমিক-শিল্প ঐক্য
পরবর্তী নিবন্ধঅনিবার্য গণঅভ্যুত্থানের পদধ্বনি শুনছেন রিজভী