১৭ ডিসেম্বর থেকে শিল্পকলায় শুরু হচ্ছে গ্রুপ থিয়েটার উৎসব

| মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

‘মঞ্চের আলোয় দেখি জীবনের রূপ’ এই স্লেগানকে সামনে রেখে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের বার্ষিক আয়োজন ‘গ্রুপ থিয়েটার উৎসব’ আগামী ১৭ ডিসেম্বর থেকে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে শুরু হচ্ছে। উৎসব চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

১৭ ডিসেম্বর বিকাল ৩.৩০ মিনিটে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টায় মুক্তমঞ্চে পরিবেশিত হবে সংগীত, নৃত্য, আবৃত্তি ও পথনাটক এবং মিলনায়তনে সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে নাটক।

১৭ ডিসেম্বর কালপুরুষ নাট্য সমপ্রদায় পরিবেশন করবে নাটক ‘নির্ভার’, ১৮ ডিসেম্বর নাট্যাধার পরিবেশন করবে নাটক ‘ বধ্যভূমি’, ১৯ ডিসেম্বর নান্দীমুখ পরিবেশন করবে নাটক ‘তবুও মানুষ’, ২০ ডিসেম্বর অরিন্দন নাট্য সমপ্রদায় পরিবেশন করবে নাটক ‘কুটে কাহার’, ২১ ডিসেম্বর প্রতিনিধি নাট্য সমপ্রদায় পরিবেশন করবে নাটক ‘অপেক্ষা’, ২২ ডিসেম্বর থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম পরিবেশন করবে নাটক ‘ইজ্জত’, ২৩ ডিসেম্বর উত্তরাধিকার পরিবেশন করবে নাটক ‘ফুলকুমারী’, ২৪ ডিসেম্বর তির্যক নাট্যগোষ্টী পরিবেশন করবে নাটক ‘অতঃপর’, ২৫ ডিসেম্বর লোক থিয়েটার পরিবেশন করবে নাটক ‘হত্যার শিল্পকলা’, ২৬ ডিসেম্বর অ্যাঁভাগার্ড পরিবেশন করবে নাটক ‘নবান্ন ফিরে আসো’, ২৭ ডিসেম্বর অঙ্গন থিয়েটার ইউনিট পরিবেশন করবে নাটক ‘বদলী’, ২৮ ডিসেম্বর কথক থিয়েটার পরিবেশন করবে নাটক ‘অস্পৃশ্য’।

২৩ ডিসেম্বর মুক্তমঞ্চে প্রথমবারের প্রদান করা হবে কালপুরুষ নাট্য সমপ্রদায় প্রবর্তিত চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সহযোগিতায় ‘শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য পদক ২০২২’। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেঘলা মুক্তার ‘পায়ের ছাপ’
পরবর্তী নিবন্ধশাকিরার ‘দিস টাইম ফর আফ্রিকা’ গান যেন সত্যি