১৭ কোটি টাকা আত্মসাতে ব্যবসায়ী গ্রেপ্তার

ফিশিং ব্যবসার আড়ালে প্রতারণা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ মে, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে অর্থ আত্মসাৎ মামলায় মো. নিয়ামত আলী (৬০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১৭ কোটি টাকা আত্মসাতের ৮ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নিয়ামত আলী নগরীর কোতোয়ালী থানাধীন ফিশারি ঘাট এলাকার মেসার্স সৌরভ ফিসের কর্ণধার।

কোতোয়ালী থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, নিয়ামত আলী ফিশিং ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ১৭ কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। এ সংক্রান্ত ৮টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পূর্ববর্তী নিবন্ধইমরানের গ্রেপ্তার অবৈধ, মুক্তির নির্দেশ পাক সুপ্রিম কোর্টের
পরবর্তী নিবন্ধচাক্তাই খাতুনগঞ্জে ‘মোখার’ টেনশন