ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৭০টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ–সভাপতি তানিয়া রব প্রমুখ। প্রাথমিক এই তালিকা অনুযায়ী, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর–৪ আসন থেকে আর সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী–৩ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। রামগতি ও কমলনগর উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর–৪ আসন থেকে অতীতে একাধিকবার সংসদ সদস্য হয়েছিলেন জেএসডির সভাপতি ও মুক্তিযুদ্ধের সময়কার ডাকসুর ভিপি আ স ম আবদুর রব। দলটির প্রাথমিক প্রার্থী তালিকায় আ স ম আবদুর রবের নাম নেই। প্রাথমিক তালিকা অনুযায়ী, ঢাকার চট্টগ্রামের ১২টি আসনে জেএসডির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এরা হলেন– চট্টগ্রাম–১ আসনে এ্যাড. ইউসুফ তালুকদার; চট্টগ্রাম–২ আসনে মোঃ ইয়াকুব; চট্টগ্রাম–৩ আসনে নুরুল আকতার; চট্টগ্রাম–৫ আসনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া; চট্টগ্রাম–৬ আসনে ইফতেখার উদ্দিন খান রুশনী, চট্টগ্রাম–৭ আসনে আবুল কালাম; চট্টগ্রাম–৯ আসনে শফিউল আলম খোকন; চট্টগ্রাম–১০ আসনে ডা. জবিউল হোসেন; চট্টগ্রাম–১১ আসনে ক্যাপটেন শহীদ উদ্দিন মাহবুব; চট্টগ্রাম–১৪ আসনে ইসহাক উদ্দিন চৌধুরী; চট্টগ্রাম–১৫ আসনে এ্যাড. আবদুল মোবিন চৌধুরী এবং চট্টগ্রাম–১৬ আসনে আমান উল্লাহ খান।
এছাড়া কক্সবাজার–১ আসনে ওসমান গনি; কক্সবাজার–৩ আসনে মোঃ ছানা উল্ল্যাহ; খাগড়াছড়ি আসনে রনিক ত্রিপুরা কার্বারী এবং বান্দরবান আসনে অংশিনু মারমা।











